আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলে দূতাবাসে হামলা, ভারতে সাংবাদিক গ্রেফতারের নেপথ্যে.....

ভারতের নয়াদিল্লিতে ইসরাইলের দূতাবাসে হামলার সাথে জড়িত করে গতকাল (সম্ভবত) একজন ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সব গণমাধ্যমে এই খবর খুব ফলাও করে প্রচার করা হয়েছে। আর করবেই না কেন ? ইসরাইলের দূতাবাসে হামলার সাথে জড়িত সন্দেহে একজন মুসলমান সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, পশ্চিমা গণমাধ্যমের কাছে খবরটি লুফে নেয়ার মত। আমরাও পশ্চিমা মিডিয়াকে অনুসরন করে খবরটি বেশ কভারেজ দিয়েছি। কিন্তু আমরা এর ভিতরে যাওয়ার চেষ্টা কেউ করিনি।

সাধারণত আমরা যারা বাংলাদেশে সাংবাদিকতা করি সবাই কখনো সংবাদের ভিতরে যাই না বা যাওয়ার চেষ্টা করিনা। পশ্চিমা মিডিয়াতে বলেছে । বাস হয়ে গেছে, লাগাও ....। যাই হোক আজ ঘটনাটা আমার কাছে কিছুটা পরিষ্কার হয়েছে। গ্রেফতার হওয়া এই সাংবাদিক একজন মুসলমান।

তিনি ইসরাইলের বিরুদ্ধে কলাম লিখতেন। এজন্যেই তাকে ফাঁসিয়ে দেয়া হলো। তা না হলে ঐ হামলার পর সাড়া দুনিয়াতেই ধারণা তৈরী হয়েছিল যে ইসরাইলের গোয়েন্দারাই ঐ ঘটনা ঘটিয়েছে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য। কারণ ভারত বলেছে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবে না। ভারতের এই অবস্থান বন্ধু ইসরাইলের ভালো লাগে নি।

তাই তারা তাদের অভ্যাস অনুযায়ী ওই হামলার ব্যবস্থা করেছিল। আর যে কায়দায় ওই হামলা হয়েছিল ঠিক একই ভাবে তেহরানে ইরানের পরমাণু বিজ্ঞানিদেরকে হত্যা করা হয়েছে। কাজেই সবার ধারণা এটাই ছিল যে ইসরাইলের গোয়েন্দাদের ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। যাই হোক ভারতের সাংবাদিকের ভাগ্যে কি আছে তা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। তিনি ন্যায়বিচার পাবেন এটাই প্রত্যাশা করছি।

(খবরটির সূত্র এখানে পাওয়া যাবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.