আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ঋণ

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এক সভায় ল্যাপটপ ঋণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ম বর্ষের ছাত্রদের মধ্য থেকে বাছাই করে পাঁচশ’ জনকে এ ল্যাপটপ ঋণ প্রদান করা হবে। পরবর্তীতে আরও ব্যাপক আকারে এ ঋণ প্রদান কর্মসূচি শুরু হবে।

সভায় উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৭০ শতাংশ মফস্বল থেকে আসা, এবং তাদের ৬ শতাংশের ল্যাপটপ আছে।

“বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ল্যাপট প্রদান করা হলে এর মাধ্যমে তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ঘোষণা ও প্রতিযোগিতামূলক কাজ নিয়ে আসতে পারবে। এতে করে একদিকে তার কর্মসংস্থান হবে, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে। সর্বোপরি ল্যাপটপ প্রদানের মধ্যদিয়ে ‘ডিজিটাল ডিভাইড’ কমে আসবে।”

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফা কামাল উদ্দিন, আইসিটি  বিভাগের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক একেএম আশরাফ উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, জনতা ব্যাংকের আইটি বিভাগের প্রধান ড. হাফিজ মো. ঘাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.