আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মাঝে জটিলতা সৃষ্টি হয়েছে। টিআইবির রূপরেখা আরও জটিল। এই নতুন নতুন ফর্মুলা দিয়ে আর জটিলতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাচনকালীন সরকারের রূপরেখা সম্পর্কে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিরোধী দল চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার নিয়ে যে প্রস্তাব দিয়েছেন, তার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, জামায়াত-শিবির কোনো রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী দল। এই ফ্যাসিস্ট বা সন্ত্রাসী দলকে বাংলার মাটিতে কোনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদরউদ্দিন খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।