গ্যালাক্সির এস সিরিজে আরও একটি নতুন সংস্করণ যোগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। ‘গ্যালাক্সি এস-৩’ নামের স্মার্টফোনটি চলতি বছরের এপ্রিলেই যুক্তরাজ্যের বাজারে আসবে বলে জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফ। স্যামসাং অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো স্মার্টফোনটির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রযুক্তিবিষয়ক ব্লগ বয় জিনিয়াসে স্মার্টফোনটি সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়ে গেছে। ব্লগে প্রকাশিত তথ্যানুসারে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচচালিত এই স্মার্টফোনে থাকছে ১.৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ৪.৮ ইঞ্চির ডিসপ্লে, ২ গিগাবাইট র্যাম, সামনে-পেছনে যথাক্রমে ২ ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস-৩ স্মার্টফোনটির ঘোষণা দেবে স্যামসাং। কিন্তু সেখানে গ্যালাক্সি বিম নামে নতুন স্মার্টফোন ও গ্যালাক্সি নোট নামে ১০.১ ইঞ্চি ডিভাইসের ঘোষণা দিলেও গ্যালাক্সি এস-৩ স্মার্টফোনটির ঘোষণা দেয়নি দক্ষিণ কোরিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।