বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “টিকফা, জিএসপি এবং বালি সম্মেলনে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে যে অঙ্গীকার হয়েছে তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা উভয় উভয়কেই সহযোগিতা করব।
“টিকফা নিয়ে আলোচনার জন্য খুব সম্ভবত ৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে টিম আসবে। তাদের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীরাও আসবে। ওই দেশের বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের দেশের বেসরকারি বিনিয়োগকারীদেরও কথা হবে।”
ফাইল ছবি
বিভিন্ন বাম সংগঠনের বিরোধিতার মধ্যেই গত বছরের ২৫ নভেম্বর টিকফা চুক্তিতে সই করে বাংলাদেশ।
গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের’ খসড়ায় এই অনুমাদন দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।