আমাদের কথা খুঁজে নিন

   

এপ্রিলে টিকফার প্রথম সভা

বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “টিকফা, জিএসপি এবং বালি সম্মেলনে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে যে অঙ্গীকার হয়েছে তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা উভয় উভয়কেই সহযোগিতা করব।

“টিকফা নিয়ে আলোচনার জন্য খুব সম্ভবত ৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে টিম আসবে। তাদের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীরাও আসবে। ওই দেশের বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের দেশের বেসরকারি বিনিয়োগকারীদেরও কথা হবে।”

ফাইল ছবি

এ ছাড়া ইউরোপের বাজার নিয়ে বাণিজ্য, পররাষ্ট্র ও শ্রম সচিব এবং পাঁচ রাষ্ট্রদূতের সঙ্গে ১৩ ফেব্রুয়ারি হবে আরেকটি বৈঠক হবে বলেও জানান তোফায়েল।

বিভিন্ন বাম সংগঠনের বিরোধিতার মধ্যেই গত বছরের ২৫ নভেম্বর টিকফা চুক্তিতে সই করে বাংলাদেশ।

গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের’ খসড়ায় এই অনুমাদন দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.