প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা আগামী এপ্রিলে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন চৌধুরী জাকা আশরাফ জানিয়েছেন, "বাংলাদেশ সরকার তাদের জাতীয় দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে।" অনেকদিন থেকেই পাকিস্তান নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে তারা শুরুতে একটি টেষ্ট সিরিজ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান এর জন্য আইসিসির দ্বারস্থ হয়। বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা যায় যে, বাংলাদেশ দল সফরের পূর্বে তাদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করবে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আর কোন আন্তর্জাতিক ম্যাচ ঐ হয় নি। মূল লিঙ্ক এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।