গেল মাসে খুব একটা বেশী সিনেমা দেখার সুযোগ হয় নাই। সব মিলিয়ে ৮টি । এর মাঝে ৭টিই মাস্টারপিস সিনেমা, একটা ফালতু। মিলিয়ে নিন আপনার দেখা মুভিসের সাথে
Trainspotting, Britain, 1996
স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত ড্যানি বয়েল এর সিনেমা। বিষয় মাদক।
যারা রিকুয়েম অব আ ড্রিম দেখেছেন তাদের জন্য আরেকটি ভালো সিনেমা।
রেটিং: ৪.৫/৫
The Notebook, USA, 2004
রোমান্টিক। সিনেমাটোগ্রাফির জন্য অবশ্যই দেখনীয়। কাহিনী গতানুগতিক।
রেটিং: ৩.৫/৫
The Devil’s Advocate, USA, 1997
আল পাচিনো আর কিয়ানু রিভস অভিনীত, টাইলর হ্যাকউড পরিচালিত।
দারুন সিনেমা। মাস্ট সি।
রেটিং: ৫/৫
12 Angry Man, USA, 1957
অনবদ্য স্টোরী। লিডারশিপ মুভির অন্যতম এই সিনেমা। সাদাকালো যুগে নির্মিত।
রেটিং: ৫/৫
True Grit, USA, 2010
কোয়েন ব্রাদার্সের আরেকটি সিনেমা। ওয়েস্টার্ন ক্যাটাগরী। ছোট্ট মেয়েটির প্রথম অভিনয়, কিন্তু সাফল্য আশাতীত।
রেটিং: ৪.৫/৫
The sea Inside, Spain, 2004
একজন প্যারালাইসড রোগী সম্মানের সাথে মৃত্যুর আবেদন করছেন, কিন্তু উপেক্ষা করা হচ্ছে সে আবেদন। প্রচন্ড ব্যক্তিত্ব দু-দুজন নারীকে এ অবস্থায়ও তার প্রেমে পড়তে বাধ্য করে।
মাস্ট সি ফিল্ম।
রেটিং: ৫/৫
Kick Ass, USA, 2010
উড়াধূড়া সিনেমা। দেখে নাইম নষ্ট করা ঠিক হবে না। তবে অ্যাকশন দৃশ্যুগুলো দেখো যেতে পারে। আমিও তাই দেখেসি।
রেটিং: ২/৫
Heat, USA, 1995
রবার্ট ডি নিরো, আলপাচিনো, ভ্যাল কেলমার অভিনীত। দুর্দান্ত সিনেমা। মাস্ট মাস্ট সি সিনেমা।
৫/৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।