আমাদের কথা খুঁজে নিন

   

‘বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ’

তবে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ অভিযোগ অস্বীকার করেছে।
রোববার ভোরে উনু মিয়াকে (৩৬) নিয়ে যায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
উনু মিয়া জীবননগরের বেনীপুর গ্রামের আকবর আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের পুটিখালী কোম্পানির নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা জিরো পয়েন্টের ৬২ নম্বর মেইন পিলারের কাছে থেকে উনু মিয়াকে ধরে নিয়ে যায়।
সকাল ১০টায় তাকে ফেরত চেয়ে বিজিবি পতাকা বৈঠকের  জন্য বিএসএফকে পত্র দেয় এবং সাড়ে ১০টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
ওই বৈঠকে উনু মিয়াকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বিএসএফ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.