মঙ্গলবার সকালে সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ শান্ত কোচকে (২০) বিজিবির কাছে ফেরত দেয়। এ সময় সেখানে দুই দেশের পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ১১১৬ নাম্বার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের পর শান্তকে ফেরত দেয় বিএসএফ।
শান্ত শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া এলাকার শালচুড়া গ্রামের পুর্ণমোহন কোচের ছেলে।
গত ৬ ফেব্রুয়ারি শান্ত কোচ বিএসএফের হাতে আটক হয়। এরপর মেঘালয় রাজ্যের তুড়া জেলখানায় চারমাস কারাভোগ করেন তিনি।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২৭ বিজিবি হাতিপাগার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার বাবুল আক্তার খাঁন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩২ বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টার যাদব শর্মা।
পুলিশ জানিয়েছে, শান্তকে তার বড় ভাই প্রবীণ কোচের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।