আমাদের কথা খুঁজে নিন

   

শোষণের মাঠে দাঁড়িয়েছে ঘুরে পল্লবগ্রাহী জনতা

প্রকীর্ণ করি অর্ণে আলোক বিসর্গী বীথিকায় [এদিকে] শোষণের মাঠে দাঁড়িয়েছে ঘুরে পল্লবগ্রাহী জনতা সংখ্যা তাদের অগণন আজ তিরোহী ভূলোক মমতা কতকাল ধরে তৃষিত ক্ষুধিত ম্লান মুখ চেয়ে থাকা সকাতর সন্তান ভুলে গিয়েছিল আপন দাঁতের ধার যুগ যুগ যাতে চিরিয়াছে যত পুঁজিবাদ হাতিয়ার শত বছরের শত নিপীড়নে নৃত্যে রূধীর ঢেউ-সমীরণ রাগে জনগনরূপী মহারথী আজ রাবন সকাশে সতেজ বাঙাল প্রলয়ের পুরোভাগে [ওদিকে] প্রস্তরশীলা পাপপঙ্কিলা সামন্ত জাগে বৈরি সর্বহারার দন্ত নাশিবে কেশর ফুলিয়ে তৈরি ঊর্ধ্বে কোপন নিম্নে বিভূতি ভীত (অ) বিসংবাদের অন্ত গরলে নীত (অ) সহসা দেখিল নিপাত অচলা রূপে আসিতেছে ধেয়ে পিষ্টিবে বুঝি তিমির মৃত্যুকূপে [অতঃপর] দামিনী রোষের ক্রুর হুতাশন পুঁজির অঙ্গে পুঁজ ঢালি হল সিদ্ধ ফণাধর অরি বিস্ময় ভরি ডাকিয়া পিতায় ছাড়িল সমর পশ্চাতে শূলবিদ্ধ ! হা হা হা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.