আমাদের কথা খুঁজে নিন

   

পিতা

স্বচ্ছ মডারেশন চাই

তোমাকে পারি না দিতে সিংহাসন। জন্মদাতা যার বৈশ্বিক সভ্যতায় নিতান্তই ছাপোষা কেরানি তোমাকে সাম্রাজ্য নয় ইচ্ছে ছিল দুধে ভাতে রাখা ... যে দেশে তোমার জন্ম প্রপিতামহের পুণ্যভূমি তোমার শৈশব জুড়ে ছায়া আর বুকের উত্তাপে মুখের দুধের গন্ধে ক্রমাগত শিকড়ে হারানো ....যেমন পিতারা দেখে অপলক আত্মজের মুখ পিতা তো নক্ষত্র নয় সীমিত মানুষ দোষে গুণে মহীরূহ ছায়া নেই তোমাকেও রাখেনি পালকে তবুও রাতের শেষে নির্ঘুম দুচোখের সাথে তোমার নিঃশ্বাস বুকে আরেকটি নতুন সূচনা অনেকটা যেতে পারি তোমার অপেক্ষা নিয়ে চোখে তোমাকে এখনও এই করতলে ধরে আছি আমি উৎসর্গ: ব্লগার স্বপ্নজয় ----একজন পিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।