আমাদের কথা খুঁজে নিন

   

পিতা

এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......

বন্ধু, শেষে, অবশেষে তুমিও ! তুমিও খন্ডিত হলে, খন্ডিত হলে পৌরুষ দ্বীপ্ত পুরুষের মতো। শুক্রানুর একক নিয়ে সবুজ ঘাসের মতো ধিরে ধিরে বেড়ে উঠেছিলে ছায়াতলে। আজ তুমি-ই ছায়াদার বৃক্ষ কত পাখ-পাখালি, শীত বসন্ত এলো-গেলো, তোমার চোখের জল-বসন্তে কত সবুজ মাথা তুলে দাঁড়ালো বৃক্ষ হয়ে, আর তুমি? থাক সে সব। দেড়িতে হলেও, তুমি তো খন্ডিত হলে তোমারও একটা শুক্রানু নিঃশ্বাস নিতে চলে এলো পৃথিবীতে তোমার অখন্ডিত রুপে। তুমি খন্ডিত হয়েও অখন্ডিত রয়ে গেলে পিতা নামের রুপ ধরে। ০৯/১২/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।