আমাদের কথা খুঁজে নিন

   

''বিতর্কের মুখে গণসমাবেশ''

দেবতার দেবতা আমি মানুষ.. আমি মনে প্রাণে আন্দোলনের সমর্থক এবং চাই আন্দোলন সফল হোক,কিন্ত আন্দোলন অন্য দিকে মোড় নিচ্ছেনা তো?কিছু ব্যাপার ঘটছে যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে!কাদেরের ফাঁসীর দাবীতে সোচ্চার আন্দোলনের মাঠ আসলে কাদের দখলে? প্রথমে শুনতে পেলাম স্লগাঙ্কন্যা অতিরিক্ত ক্লান্তি ও ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে বার্ডেমে চিকিৎসা নিচ্ছেন পরক্ষনেই আবার তাকে শ্লোগানে দেখা যায় এর ও কিছুক্ষন পর সুর উঠে কে বা কারা তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছে!ঘটনার তীব্র নিন্দা জানাই.. লাকী আক্তার বলেন তাকে আঘাত করেছে ছাত্রলীগের ছেলেরা!কিভাবে সম্ভব?এই সারে পাঁচ লাখ মানুষের সমাবেশে আপনি চিনলেন কিভাবে বুঝলেন কিভাবে যে আপনাকে ছাত্রলীগেরাই মেরেছে?তাদের কপালে কি নৌকা মার্কা ট্যাগ লাগানো ছিলো?নাকি এটাও বাম দিব্যদৃষ্টির ফসল? এদিকে সাত দফা নিয়ে ব্লগারদের আভ্যন্তরীণ কোন্দল ও কারো অজানা নেই। এখানেও ঘোষক নিয়ে বিতর্ক।আন্দোলন আসলে কাদের?ব্লগারদের নাকি জনগণের? সব মিলিয়ে আসলে পরিষ্কার হচ্ছেনা আম জনতার আন্দোলন আদতেই জনতার থাকছে কিনা নাকি চলে যাচ্ছে তৃতীয় শক্তির দখলে!যদি তাই হয় সেটা হবে খুবই দুখখজনক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.