ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল) গণমাধ্যমে নাক গলাবেন না: আদালতকে বুলবুল
গণমাধ্যম ও সাংবাদিকতায় হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে আদালতের প্রতি বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, ‘আপনাদের গণ্ডির মধ্যে থাকুন, গণমাধ্যমের কাজে নাক গলাবেন না। ’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে সাংবাদিকদের গণঅনশনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজের সাবেক সভাপতি বুলবুল বলেন, ‘পৃথিবীর কোথাও গণমাধ্যমের কাজে আদালতের এরকম হস্তক্ষেপের নজির নেই। ’
তিনি বলেন, ‘আদালত কেন, কারও নির্দেশনা মেনে গণমাধ্যম দায়িত্ব পালন করবে না।
এটা অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। ’
সাংবাদিক নেতা বুলবুল আরও বলেন, ‘এর আগে সামরিক বাহিনীর গোয়েন্দাদের গণমাধ্যমে হস্তক্ষেপ করার সময় আমরা যেমন বলেছিলাম, ক্যান্টনমেন্টের ভেতর থেকেই প্যারেড করুন, হাতপা ছোড়াছুড়ি করুন, গণমাধ্যমের দিকে বন্দুক ধরবেন না। তেমনি আদালতকেও বলছি গণ্ডি পেরুবেন না, নিজ গণ্ডি বুঝে ভেতরেই থাকবেন। ’
বুলবুল গণমাধ্যমের প্রতি বলেন, ‘সাংবাদিকদের দায়ত্বশীলতার পরিচয় দিতে হবে। ’
সাগর-রুনি হত্যাকারী সনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেন খুনিকে আড়াল করতে চাচ্ছে আমি বুঝি না।
এর মাধ্যমে আওয়ামী লীগের তো কোনো আসন বাড়বেও না।
পুলিশের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘হাত্যাকারীকে খুঁজে বের করতে না পারলে বাংলাদেশের গণমাধ্যমগুলো এক হয়ে নিজেরাইর অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে হত্যাকারীদের ঠিকই খুঁজে বের করতে পারবে। ’
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।