আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টের নির্দেশে সাংবাদিকদের শঙ্ক : আজ গণ-অনশন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত গণমাধ্যমকর্মীরা আজ ১ মার্চ গণ-অনশন কর্মসূচি পালন করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাব চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে এ হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ বিষয়ে হাইকোর্ট তথ্যসচিবকে যে নির্দেশ দিয়েছেন, তাকে প্রকারান্তরে গণমাধ্যমের ওপর সেন্সরশিপ হিসেবে পরিগণিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনের নেতারা। গতকাল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতারা সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ওপর হাইকোর্ট যে মন্তব্য ও নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে তাঁরা বলেন, আদালতের এ ধরনের যেকোনো উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যাহত করবে।

ইতিমধ্যে জাতীয় সংসদের তথ্য অধিকার আইন পাস করা হয়েছে এবং তথ্য কমিশন গঠিত হয়েছে। জাতীয় সংসদ অনুমোদিত আইন অনুযায়ী প্রেস কাউন্সিল কার্যকরও আছে। সে সময় এ ধরনের কোনো নির্দেশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা আদালতের স্বাধীনতায় যেমন বিশ্বাসী, তেমনিভাবে যেকোনো অবস্থায় সংবিধান অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও বদ্ধপরিকর। ' সাংবাদিক নেতারা সরকারের মন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের নেতা ও আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ব্যাহত অথবা ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে- এমন কোনো বক্তব্য বা মন্তব্য না দেওয়ারও অনুরোধ জানান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজে সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। সাংবাদিক নেতারা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে আয়োজিত সাংবাদিকদের অনশনে সব সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানান। ( কা লের কন্ঠ)link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.