আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক
বাংলাদেশে অবশেষে বোরখার প্রাতিষ্ঠানিকীকরন নিষিদ্ধ হল। আদালত কর্তৃক যা ফয়সালাকৃত। যার ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠান বোরখা বা ধর্মীয় পোশাক ইউনিফর্ম হিসেবে বেছে নিতে পারবে না।
ডেইলী স্টার থেকে তুলে দিচ্ছি:
"The court also directed the authorities to immediately issue a circular asking all educational institutions not to compel students to wear religious clothes"
হাইকোর্ট তার এই রায়ে "ধর্ম নিরপেক্ষতা"কে মূলনীতি হিসেবে দেখিয়েছে। হাইকোর্টের এই অবস্থান সঠিক।
ধর্ম নিরপেক্ষতা হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠান থেকে পৃথক করে ব্যক্তির পর্যায়ে নিয়ে যাওয়া।
হাইকোর্টের এই রায় ধর্মনিরপেক্ষতার প্রথম ধাপ। এর চূড়ান্ত রূপ হল পাবলিক প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন যুক্ত যে কোন পোশাক বা আইকন নিষিদ্ধ করা। যা তুরষ্ক ও ফ্রান্সে হয়েছে। যদিও তুরষ্কের জনগন ইতিমধ্যেই ধর্ম নিরপেক্ষতা থেকে পিছিয়ে আসছে।
ফলে তুরষ্কে ধর্ম নিরপেক্ষতার মৃত্যু সাময়িক বিষয় মাত্র। অন্যদিকে সমাজবাদী রাষ্ট্রগুলোতে ধর্ম একেবারেই নিরুৎসাহিত যার প্রকাশ দেখা যায় পল পটের কম্বোডিয়ায় যেখানে বৌদ্ধ ভিক্ষুদের রোব নাকি অনেক সময়েই খুলতে বাধ্য করা হয়েছে।
বোরখার বা ধর্মীয় পোশাকের প্রাতিষ্ঠানিকীকরন সেসব দেশে সম্ভব যেসব দেশে পুরো মাত্রায় ধর্মীয় স্বাধীনতা রয়েছে। যেমন, আমেরিকা বা বৃটেন। আমেরিকার ইসলামিক স্কুলে ইউনিফর্ম হিসেবে জিলবাব দেখা যায়।
বৃটেনের তিনটি স্কুল নাকি অনেক এগিয়ে গিয়ে বোরখাসহ মুখ ঢাকা নিকাবকে পর্যন্ত ইউনিফর্ম করেছে যদিও এ নিয়ে বেশ বিতর্ক চলছে। টেলিগ্রাফ এই পদক্ষেপের বিরোধিতা করে দাবী করেছে এটা মগজ ধোলাই করে দিতে পারে। ছোট মেয়েদেরকে অন্যদের থেকে আলাদা থাকার মানসিকতা তৈরী করে দিতে পারে। Click This Link স্কুল তিনটি হল পূর্ব লন্ডন, ল্যান্কাস্টার এবং লেইসেস্টারে। মজার বিষয় হল যারা সমালোচনা করছেন তারা কেউ এটা দাবী করছেন না স্কুল কর্তৃপক্ষের হাত থেকে এসব অধিকার কেড়ে নেয়া হোক।
তারা দাবী করছেন পুরোদস্তুর বোরখা নেকাব সহ থাকলে এসব স্কুল থেকে সরকারী ফান্ড প্রত্যাহার করা হোক। বলা বাহুল্য এসব স্কুল সরকারী ফান্ড পেয়ে থাকে। প্রশ্নটা শুধু সরকারী ফান্ডিং নিয়ে, তাও আবার নিকাব ইস্যুতে। সাধারন হেডস্কার্ফ ইস্যুতে নয়। সাধারন হেডস্কার্ফ সব মহলই গ্রহন করেছে।
নেট একটু গন্ডগোল করছে বলে ছবি দিতে পারছি না। থাকলে পশ্চিমের বহু ইসলামিক স্কুল যে ধর্মীয় পোশাক ইউনিফর্ম হিসেবে নিয়েছে তার কয়েকটি ছবি দিতে পারতাম। এখন যে কয়েকটি পারলাম সেগুলো দিচ্ছি। পরে নেট ঠিক হলে আরো বহু ছবি দেব আশা করি।
ইসলামিক স্কুলটি আমেরিকাতে যেখানে হেডস্কার্ফ ইউনিফর্ম।
বলতে গেলে কেজি ক্লাস থেকেই এসব স্কুলে হেডস্কার্ফ ইউনিফর্ম। একদম ছোট ক্লাস থেকেই মেয়েরা হেডস্কার্ফকে তাদের প্রাত্যাহিক জীবনের অংশ হিসেবে নিয়েছে।
http://muslimcenter.org/images.asp
এটি সিংগাপুর ইসলামিক স্কুলের।
এটি ইরিত্রিয়ার ইসলামিক স্কুল।
Click This Link
এখানেই ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতার পার্থক্য নিহিত।
এই প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে বাংলাদেশ/তুরষ্কের মত কোন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বাস করছি না। যার ফলে এখানকার স্কুল গুলোতে ধর্মীয় পোশাক ইউনিফর্ম হতে পারে। যাকে বাকা চোখে দেখাটাই বরং অন্যায়। ধর্মীয় স্বাধীনতা অনেক বেশী স্বস্তিদায়ক।
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।