অপমৃত্যু ঘটা একটি ভালবাসার ময়না তদন্ত রিপোর্ট
আমি শুধু জীবন চেয়েছিলাম, জী..ব..ন ।
বাহারি ভোগ্য পণ্যে মোড়ানো কোন প্যাকেজ প্রেম নয়,
স্বপ্ন স্বাধ গায়ে মাখানো একটা জীবন্ত জীবন।
সেই জীবনের পথে তুমি ছিলে অবিনশ্বর সঙ্গী;
কিন্তু আমাকে ছেড়েছ তুমি,করেছ একাকি।
দিয়ে গেছো মৃত্যুর স্বাদ,আহ! কি বীভৎস।
জানলাম সত্যিকারের ভালবাসলে,
এভাবে ক্ষয়ে ক্ষয়ে মরতে হয় জীবনের মধ্যাহ্নে।
“বড় অপ্রথাগত প্রেম ছিল আমাদের”
কত রং, কতনা জৌলুস ছিল তাতে।
আমার শরীরে ঠাণ্ডা বাতাস লাগলে
তোমার বুকে সর্দি জমত যেন,
আমি খায়নি শুনে তুমিও খাওয়া বাদ দিতে।
পকেটে টাকা ছিলনা আমার
তাই হেঁটে এসেছি অনেকটা পথ,
অথচ অপ্রয়োজনে কিনেছি কত ফুল-
তুমি ফুল ভালোবাসো সে জন্য নয়;
ফুলওয়ালিকেও ভালবাসতে, তাই।
তারপর গোলাপ থেকে কাঁটা ফেলে আমার হাতে দিতে;
ভয় ছিল তোমার,না জানি আমার হাতে কাঁটা ফুটে তোমার মনে রক্ত ঝরে।
আজ কি দেখনা?
কত তুষার বৃষ্টি বয়ে যায় আমার উপর দিয়ে,
কত সাপের কামড়ে,কাঁটার আঘাতে লীন আমার স্বপ্নকুসুম
ক্ষণে ক্ষণে মরি আমি স্মৃতির বিষে।
টোকাইয়ের কষ্টমাখা অর্থহীন জীবন দেখে
তোমার চোখ ঝাপসা হতো।
আজ আমি টোকাইয়ের মতো ঘুরি ফিরি
যেখানে ঘুরতাম তুমি আমি একসাথে।
জান,আমাকে দেখলেও কি এখন কাছে ডেকে
পাঁচটা টাকা দিবে ?যেমন দিতে পার্কের টোকাইকে।
এখন আমি একটা শতাব্দী প্রাচীন মিনিবাস
চোখ থেকে অবিরাম ঝরে পড়ে কালো জল;
দেখার নেই কেউ, কোন হাত আর আসেনা এগিয়ে
রেশমি ওড়না হাতে।
চলে যাওয়াটাই কি অনিবার্য ছিল?
আমি তো যুদ্ধ জয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম,
তুমি কেন রণাঙ্গনে নামিয়ে আমার উর্দি খুলে নিলে ?
তাপ সজ্য করার ক্ষমতা তোমার ছিল;
বলেছিলে কষ্টে ভয় নেই তোমার।
তবে আজ কিসের প্রলোভনে সব ভুলে গেলে?
খুব বেশি লোভ তো তোমার ছিল না কোন কালে।
আমি হেঁটেছি, কিন্তু পথ জানা নেই
জানার দরকারও ছিল না
কারণ আমার পাশে হাঁটছিলে তুমি
আমি শুধু তোমার বিশ্বস্ত হাত ধরে আমার অবিশ্বস্ত পা চালিয়েছি।
তুমি ঘরে বসে এখন কি আর ভাবনা?
নাকি ঘুম থেকে তড়িঘড়ি উঠে খবরের কাগজ দেখো
এমন কোন সুখবরের আশায়
“গাড়ির চাপায় যুবক নিহত’’।
কি রেখে গেলে আমার জন্য?
স্মৃতি বড় ক্ষমাহীন, প্রিয়া আমার
হাতের মাউস, কি বোর্ড, ফেসবুকের পাতা
সবখানে তুমি মিশে মিশে আছো।
এরাও আমাকে যন্ত্রণা দেয়
ক্ষমা করে না কেহ।
আরএকবার যেমন করনি তুমিও।
এখন চোখ থেকে অবিরাম ঝরে কষ্টের কালো জল
ক......ল......ক......ল
যেন পুরনো ফ্যাশন আমি ব্যবহারে অচল।
নেই আর তুমি যে চুমু দিতো চোখে
আদরে রাখতাম মাথা সেই তার কাঁধে
তারপর স্বপ্ন বুনতাম আঙ্গুলে রেখে আঙ্গুল
গন্ধ নিতাম পৃথিবীর হাতে নিয়ে তোমার চুল।
হাঁটতাম আমরা একসাথে তোমার পায়ে আমার পা
অশ্রু ঝরলে আসতে খুলে বুক
হাতে নিয়ে রেশমি ওড়না।
সব এখন দুঃসহ স্মৃতি
কারণ তুমি আর আসনা।
তবুও প্রেমিক,আমি তাই ভিক্ষা করি
ফিরে এসো সুরঞ্জনা।
(উৎসর্গঃ..............................শূন্যতা ও মহাকাশ এবং মহাকাল )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।