বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... আমাদের সমাজে আমাদের মধ্যেই কিছু মানুষ আছেন যাদের দিনের আলোতে সবাই সম্মান করেন, আর তারা সেই আলোতে সম্মানের আড়ালে খুজতে থাকেন শর্ত, ব্যাস সেই শর্তজলে যখনি কেউ ফাসেন রাতের আধারে তারাই হয়ে যান সেই শর্তের আমোদ উৎস - কারন উৎসের মনে তখণ পিপাসা যাগে স্বর্গের একতান থেকে একমুঠো ধুলো কুড়ে নিয়ে গায়ে মাখবার। সে জন্য দোষ শুধু একজন কে দেয়া যায় না। সবার আগে খাদকে নির্মুল করতে হবে, তাহলে এদের মত মেয়েরা খাদকের খাদ্যে পরিনত হবে না। ধন্যবাদ -
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।