১৯৭১ সালে আমাদের মা বোনদের ইজ্জত লুটেছিলো!! শুনেছি, বলেছি কিন্তু দেখিনি!! কিন্তু বর্তমানের চলা ধর্ষন খেলার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী আমাদের মত হতভাগারা। পরপর কয়েকটি ধর্ষন ম্যাচ এর খবর শুনে আমি ছেলে এ কথা বলতে যদিও একটু লজ্জা লাগছে, তারপরও আরো লজ্জা লাগছে বলতে আমরা স্বাধীন দেশের নাগরিক! যে দেশকে স্বাধীন করতে দিতে হয়েছে কত মা-বোনের ইজ্জত! সেখানে স্বাধীন হওয়ার পর ও যদি দিতে হয় সেই একই মূল্য! তবে কি দরকার ছিলো এই স্বাধীনতার! আর তাই মনে হয় বলা হয় “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”। সরকারের মতে, আইন শৃঙ্খলার অবস্থা চরম উন্নতি হয়েছে! কারন তারা এখন বিরোধী দলের নেতা কর্মীদের ধর-পাকড়ে ব্যস্ত! বিরোধী দল এর বিরুদ্ধে কঠোর অবস্থানই তাহলে আইন শৃঙ্খলার উন্নতি! এতো গুলো ধর্ষন এর ঘটনার পরও যদি গিয়ে আমাদের সরকারকে বলি আইন শৃঙ্খলার কি অবস্থা! উনারা পূর্বের রেকর্ড করা টেপ রেকর্ডার ছেড়ে দিবেন! যাতে বাজতে থাকবে, “আইন শৃঙ্খলা পূর্বের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে”! মুখস্ত কথা বন্ধ করুন, সঠিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করুন। যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে নারীর অবস্থান দেখার মত, সেখানে নারীদের প্রতি এমন আচরন সহ্য করা হয় কিভাবে তা আমাদের সবার প্রশ্ন! আর আপুদের বলছি, এখন ধর্ষন মৌসুম চলছে। পর্দা করেন তা বললে অনেকেই হয়তো আমার কমেন্ট বক্স গালীতে ভরে দিবেন, তাই সেরকম খারাপ অনুরোধ করে গালী খাওয়ার মত বিন্দু মাত্র ইচ্ছা ও আমার নেই। শুধু বলবো নিজেদের হেফাজত করুন। আর পুরুষদের বলার কিছুই নেই, বিবেক দ্বারা নিজেকে চালনা করুন, চলার পথে কোন খারাপ কাজই আপনাকে ছুঁবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।