যারা ধর্ষনের কারন ও প্রতিকার খুজতে খুজতে ক্লান্ত তাদের বল্বো আজকেই আইন প্রনয়ন করুন; ধর্ষনের শাস্তি হিসাবে প্রকাশ্য দিবালোকে electric chair(বৈদ্যুতিক চেয়ার) এ বসিয়ে মৃত্যদন্ড অথবা মুখ খোলা অবস্থায় প্রকাশ্যে ফাসি হবে। দেশের মানুষ্ কে দেখিয়ে মধ্যযুগীয় পন্থায় এমন শাস্তির ব্যবস্থা করুন যেনো দেখতে যাইয়া দুই তিন জন হার্ট ফেল করে। ধর্ষন কেনো, অন্য যে কোন অপরাধের হার কমে যেতে বাধ্য। আমি কোন ধর্ম প্রচারক নই, কিন্তু আমি জানি যে ধর্ম ধর্ষন এর মতো কাজে উতসাহিত করতে পারে না। তবে এইখানে কেউ পেগান ধর্মের অনুসারী থাকলে আমার কিছু বলার নাই।
আমি নাস্তিক নাকি আস্তিক সেটা এই মুহুরতে বেশি গুরুত্তপুর্ন না। এই কথা টা বললাম কারন আমি একটা ঘটনা বর্ননা করতে যাচ্ছি এখন। এক নাস্তিক এর সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে সে বল্লো যে দুনিয়ার সকল অত্যাচার অনাচার এর মুলে আছে ধর্ম। আমি তাকে বললাম “ভাই, আমি তো গটা দুনিয়ার খবর রাখি না। কিন্তু পাশের দেশ ইন্ডিয়ান BSF কিছুদিন আগে আমাদের দেশের এক বালিকা কে ধর্ষন করে কাটা তারে ঝুলিয়ে রেখেছিলো, তাদের এই কাজের পিছনে ধর্মের প্রভাব টা কত টুকু?” তার উত্তর শুনে তাকে প্রাথমিক ভাবে বোকাচদা বলা ছাড়া আর কিছু করতে পারি নাই।
সে বল্লো, যারা এই কাজ করছে তারা নাস্তিক ছিলো না, নাস্তিক হইলে নাকি এই কাজ করতো না।
ধর্ম বিশ্বাস করা বা না করা একান্তই ব্যক্তিগত ব্যপার। আমি যুক্তিহীন ধার্মিক দের ধর্ম প্রচার যেমন অপছন্দ করি তেমনি এই টাইপ আখাম্বা মানুষদের নাস্তিকতাও সহ্য করতে পারি না। অপরাধ করার প্রবনতা হলো মানুষের মৌলিক (basic instinct) চরিত্র। আমরা মানুষ তাই আমরা আমাদের বিবেক কাজে লাগাই এবং অপরাধ থেকে নিজেদের দূরে রাখি।
আমি ধর্মে বিশ্বাস করলে আমার মদ্ধে মন্দ কাজ করার প্রবনতা থাকবে, আর ধর্ম বিশ্বাস না করলে থাকবে না এটা বলা টা নিতান্তই হাস্যকর। আমাদের নিজেদের দেশের কথাই চিন্তা করি। আইন কত ভালো মত প্রয়গ হচ্ছে এখানে সেটা সবাই জানে। সুতরাং ইহলোকে শাস্তির কোন গ্যারান্টি নাই। অপরাধ করতে বাধা কোথায়? যদি পরকালে শাস্তি আছে এটা মানুস বিশ্বাস করে তাহলে কিছু সঙ্খক মানুষের মদ্ধে হলেও অপরাধ করাটা কঠিন হয়ে যাবে কারন তারা পরকালের শাস্তিকে ভয় পাচ্ছে।
আর যে সব মানুষ পরকালেও বিশ্বাস করছে না তাদের অবস্থা টা কি হবে? একটা অপরাধ না করার জন্য তার মদ্ধে শুধু মাত্র আদর্শ(MORALITY) কাজ করবে, কোন শাস্তির ভয় কাজ করবে না।
MORALITY এর POWER ঈশ্বর এ বিশ্বাস না করলে বেড়ে যাবে এবং মন্দ কাজ, মারা মারি, হরতালে পুলিশ-ছাত্র পেটানো, ঘুষ খাওয়া, চুরি-ডাকাতি ইত্যাদি কাজ বন্ধ হবে, এটা কতটুকু বাস্তব সম্যত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।