আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষন বিড়ম্বনা!!!!!!!!!!!

আমরা সকলেই মানুষ ধর্ষন শব্দটি বর্তমানে আমাদের দেশের অন্যতম বিষয়। ভাটির দেশ হিসেবে বিশ্বের যেকোন ঘটনা বা পরিস্থিতি আমরা পড়ে জানি, বুঝি বা দেখি। "নিয়মিত ধর্ষনের ঘটনা এক ধরনের আমদানি করা বিষয়। আমদানি বললাম কারন মিডিয়া যখন কোন বিষয় প্রচার করে তখনই সেটি বেড়ে যায়। এটাই এ দেশের মিডিয়ার শক্তি।

ভারতের ঘটনার পরপরই বাংলাদেশে নিয়মিত হচ্ছে। একজন স্বাক্ষর শ্রমিকের মতামত। আর একজন গুনি ব্যক্তির মতে - সমাজে নিয়মিত ঘটে যাওয়া ঘটানা গুলো মিডিয়া এখন প্রকাশ করছে। এরপর কিছুক্ষন চলল ব্যক্তি আচরনের চুল ছেড়া বিশ্লেষণ। যা এক সময় হাতাহাতির রূপ নেয়"।

- চায়ের দোকান(২১/০১/১৩) উপরোক্ত ঘটনাটি বাংলাদেশের সর্বত্র আলোচিত হচ্ছে। যা সকল রাজনৈতিক বিভেদ এর উর্ধ্বে। সবাই নিজের বক্তব্য পেশ করছে। কিন্ত সমাধান? ০১. নিয়মিত ধর্ষক কারা? উত্তরঃ যারা নৈতিকতার শৃঙ্খল হতে নিজেদের মুক্ত রাখে। বুঝে হোক আর না বুঝে হোক।

০২. এর নেপথ্যে কাদের ভূমিকা বেশী? উত্তরঃ সমাজের প্রভাবশালী মহল যারা ধর্মহীন জাতি দেখতে চায়। ০৩. কোন একটি উদাহরন? উত্তরঃ নৃত্য প্রতিযোগীতা, মেয়েদের অর্ধনগ্ন ফ্যাশন শো, বিজাতীয় সংস্কৃতি আমদানি, ইত্যাদি। ০৪. এত আন্দোলন, মানব বন্ধন, সচেতনতা তারপরও? উত্তরঃ আন্দোলন ও মানব বন্ধন এ আবেগে আসা। ০৫. কোন লিঙ্গের দোষ? উত্তরঃ উভয়ের। সমাধানঃ নৈতিকতা বিহীন শিক্ষানীতি বাদ দেয়া।

সহ-শিক্ষার ব্যবস্থা না করা। সকল লিঙ্গের সমান মযার্দা দেয়া। সমাজের মধ্যকার সকল ভেদাভেদ তুলে ফেলা। বস্তুবাদী সাহিত্য ও সংস্কৃতি পরিহার করা। আসুন নিজেদের পরিবারকে শুদ্ধ করি তাহলে দেশ ধর্ষক মুক্ত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.