প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে এখন তোমার অরুন দিনের শুরু এখন তোমার অনেক গোপন কথা এখন তোমার হৃদয় উড়ু উড়ু দুই চোখেতে লাজুক চঞ্চলতা এখন তুমি জানবে অনেক কিছু জেনে হবে বিস্ময়ে বিস্ময় এখন তুমি নিজের কাছে নিজে ভীষণ রকম ঘৃনা এবং ভয় এখন তুমি নিজের প্রতি নিজে অনর্থকও অধিক সচেতন এখন তোমার আয়নাতে মুখ দেখা এখন তোমার রয়না ঘরে মন এখন তুমি মায়ের শাসন বারণ যখন তখন নানান অনুযোগ এখন তোমার প্রেমের উপন্যাসে একটুখানি বেশীই মনোযোগ এখন তোমার বাবাতেও ভয় মায়ের কাছে অনেকখানি খোলা এখন তোমার হৃদয় শরীর জুড়ে যায় দুলে যায় অচিন নাগর দোলা এখন তোমার কন্ঠে গানের সুর এখন তুমি তরুন কবির লেখা এখন থেকে এটুক বুঝে নাও পৃথিবীতে তুমি ভীষণ একা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।