আমাদের কথা খুঁজে নিন

   

কোন কালের কিশোরী (২)



থমকে দাঁড়ানো একালের শেষ বৃদ্ধার সাথে নব যৌবনার কোন মিল নেই যদিও আজ তবুও- শেকলে টানা তার যন্ত্রনার শেষ সন্ধ্যা; অপেক্ষমান পৃথিবীর দীর্ঘ প্রতিশ্রুতি; এখনও! এখনও! তার দুয়ারে ভিক্ষা করে, স্বপ্নিল সময়ের অধিকার বারবার মনে করিয়ে দেয় আগুন্তক ফাল্গুনের আগোছালো প্রেম তাইতো-'হিমেষ নামের প্রলোভনে আজও তার বুক কাঁপুনি বাতাসে দোলানো নীল খামে যেন জীবন চিঠি আমি কারো ছিলাম; কাঁচের চুরির পরিচ্ছন্নতায়...................... আমি কাউকে ভালোবেসেছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।