জ্ািননা
তখন ক্লাস সেভেন এ পড়ি ....সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস ছিল।প্রথমের ক্লাস গুলোতে উৎসাহ থাকলেও শেষের ক্লাসগুলোতে মাথা পুরাই আউলা হয়ে যেত[!]....এরকম আউলা মাথায় একদিন ব্যকারণ ক্লাস করছি......সবই চেস্টা করছে মনোযোগী ছাএী হতে?...
স্যার আমাদের ক্লাসের মিস্ লাভলীকে[ওর সৌন্দর্য সচেতনতার স্বীকৃতিস্বরুপ এমন নাম করণ ছিল]বললেন....বল দেখি, পএ কত প্রকার?[স্যার জানতে চেয়েছেন চিটি পএ কত প্রকার]...মিস্ লাভলী ভাবল গাছের পএের কথা জিগ্গেস করা হচ্ছে....সে শুরু করলো..স্যার...পএ তিন প্রকার,যথা-পএ বৃন্ত..পএ মূল [উল্লেখ্য পরবর্তী বিগ্গন ক্লাসে এ বিষয়ে পরীক্ষা ছিল]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।