আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়া প্রাচীর বর্তমান কর্মকান্ডে আহত সার্জেন্ট আহাদের আত্মা

পঁচা মানুষ রোকেয়া প্রাচী বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি পরিচিত নাম। তার প্রয়াত প্রথম স্বামী সার্জেন্ট আহাদ পারভেজও ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী। মঞ্চে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তার সহ কর্মীদের মতামত যদি তাকে হত্যা করা না হত তাহলে অনেক বড় অভিনেতা হতে পারতেন। কিন্তু ১৯৯৯ সালের ২৮ অক্টোবর এই প্রতিভাবান অভিনেতা ও তরুণ পুলিশ অফিসারকে গুলিস্থান পুলিশ বক্সের সামনে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।

এই হত্যা মামলার প্রধান আসামী কাঙ্গালী জাকির, তালেব হোসেন হোসেন রানা ও কানা জাকির সবাই মির্জা আব্বাসের ক্যাডার এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত। রোকেয়া প্রাচী এবং সার্জেন্ট আহাদের মেয়ের বয়স তখন ৭। রোকেয়া প্রাচীর বর্তমান স্বামী আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং তথাকথিত বিএনপিপন্থী সাধু সাজা সুশীল বুদ্ধিজীবি। কিন্তু তিনি ইদানিং টকশো গুলোতে যেভাবে বিএনপি জামাতের পক্ষ নিচ্ছেন এবং প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করার পায়তারা করছেন এবং গোলাম আজম সাঈদীরা যুদ্ধাপরাধী না, এই সব বলায় সমগ্র জাতি লজ্জিত। একজন নাট্যব্যক্তিত্ত্ব এবং প্রগতিশীল মানুষ হিসেবে রোকেয়া প্রাচীরও কি লজ্জা পাওয়া উচিত না?অথচ তাকেই দেখা যায় আসিফ নজরুলের সাফাই গাইতে।

তিনি ভুলে গেছেন তার প্রয়াত স্বামীর অকাল মৃত্যু হয়েছিল এই বিএনপি ক্যাডারদের হাতেই। ? ৱরোকেয়া প্রাচী কি ভুলে গেছেন গত বিএনপি আমলে তার স্বামী আসিফ নজরুল বিএনপির চামচামি করে হাওয়া ভবন ম্যানেজ করে দেড় বছরে যোগ্যতা ছাড়াই সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন, তখন কেন রোকেয়া রোকেয়া প্রাচীর বিবেক জাগ্রত হয়নি। নাকি বিবেক জাগে যখন নিজের গায়ে লাগে তখন ? ছাত্রদল সন্ত্রাসী অভি নীরুর পা চাটা আসিফ নজরুল যখন বিএনপি জামাতের প্রশংসায় পঞ্চমুখ হন এবং রোকেয়া প্রাচী তার সাফাই গান তখন সার্জেন্ট আহাদের বর্তমানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে কি মনে একটুও কষ্ট পায়না। তার বাবার (প্রাচী আহাদের সন্তান) মৃত্যু যাদের হাতে তাদেরই সাফাই গান তার মা এবং সৎ বাবা। আসিফ নজরুল প্রগতিশীলতার চর্চাকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করছেন আর রোকেয়া প্রাচীর কাছে এমন বক্তব্য ও আচরণ মানুষ কোনভাবেই আশা করেনা।

আসিফ নজরুলের ইচ্ছা বাস্তবায়িত হলে তাকেও বোরকা পড়ে নাটক করতে হবে এটা তার মনে রাখা উচিত। রোকেয়া প্রাচীর বর্তমান এই কর্মকান্ড এবং উল্টাপাল্টা বক্তব্য আমাদের হতাশ করে, প্রগতিশীলতার আড়ালে রোকেয়া প্রাচীদের মত লোকজন সারাজীবন নিজেদের কুকর্ম ঢেকেছেন। এদের মত মুখোশধারীদের দ্বারা জাতি বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্থ হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.