আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়া কিবোর্ড লেআউট প্রোগ্রাম: আপডেট



কিছু অক্ষরের পজিশন পাল্টিয়ে ও বাংলা-ইংরেজী সুইচ করার অপশন রেখে কোডটা আপডেট করা হয়েছে বেশ আগেই, এপ্রিলের ৪ তারিখ। ব্লগে শুধু নোটিফাই করার জন্যে লিখছি। আগের সংস্করণে "হসন্ত" ছিল f এর জায়গায়, "ড়" ছিল q এর জায়গায়, "ফ" ছিল ক্যাপিটাল-এফ এর জায়গায়। এই সাইটের পাশাপাশি সচলায়তনেও সেটা নিয়ে লিখেছিলাম এবং খুব চমৎকার আলোচনা হয়েছে সেখানে। সামহোয়ারইনের ফিডব্যাক, মেইল ফিডব্যাক এবং ওখানকার আলোচনা মিলিয়ে যা মনে হল তা হল: হসন্ত-কে f এর জায়গায় না রেখে যদি অন্য কোন জায়গায় রেখে f দিয়ে "ফ" লিখার, "ড়" কে r দিয়ে লিখার সুযোগ রাখা হয় তাহলে গ্রহণযোগ্যতা আরো বেশী পাবে।

যেহেতু q তেমন একটা ব্যবহৃত হয়না এবং সেটাকে একবারেই টাইপ করা যায় (মানে শিফট কি চেপে ধরে টাইপ করতে হবে না) তাই হসন্তকে q-এর জায়গায় নিয়ে গিয়েছি। একইসাথে "ড়"-কে র-এর সাথে মিল রেখে R( ক্যাপিটাল-আর) পজিশনে নিয়ে গিয়েছি। আরেকটি ছোট পরিবর্তন হয়েছে, "থ" এখন ক্যাপিটাল-এফ অথবা T এর পরে h চেপে উভয়ভাবেই টাইপ করা যাবে। (ক্যাপিটাল-এফ রাখা হয়েছে ফিক্সড লেআউট সাপোর্টের জন্যে ও "T এর পরে h" সাপোর্ট রাখা হয়েছে ফোনেটিক সাপোর্টের জন্যে) এরফলে এখন সামহোয়ারইনের ফোনেটিক ব্যবহারকারীরা "ঙ,ঞ,ং,ঁ,ঃ,ৎ" এই ৬টি অক্ষর মনে রাখলেই রোকেয়া কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন পুরোপুরি। এছাড়া আরো একটি নতুন জিনিস যোগ করা হয়েছে তা হল: ল্যাংগুয়েজ সুইচিং।

অর্থাৎ যেকোন সময় আপনারা ctrl+m (কন্ট্রোল কি+ এম) চেপে বাংলা থেকে ইংরেজী অথবা ইংরেজী থেকে বাংলায় সুইচ করতে পারবেন। আলাদা করে অন্য জায়গায় যেয়ে টাইপ করে, কপি-পেস্ট করার কোন দরকার নেই। লেআউটের ব্যাপারে আলাদা করে একটু বলি, ফিক্সড লেআউট সাপোর্ট এটাতে ৯৭%। পুরো ১০০% রাখা সম্ভব হয়নি h চেপে অক্ষর পরিবর্তনের সুবিধা রাখার জন্যে। তাই "ঠ" এবং "ঢ" টাইপ করতে হবে t, d এর পরে h চেপে।

এই ২টি বাদ দিলে নির্দিষ্ট প্রিন্সিপল অনুসারে বাকি সবগুলি সিম্বলের(সর্বমোট ৬২টি) জন্যে আলাদা আলাদা পজিশন রয়েছে এই ফিক্সড লেআউট কিবোর্ডে। এখনো যারা দেখেননি তাদের বলব, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন: প্রজেক্ট হোমপেজ: http://code.google.com/p/bangla-keyboard-layout/ অনলাইনেই ডেমো টেস্ট করার লিংক: http://phonetic.sourceforge.net/ সামনে প্ল্যান আছে এটার ডেস্কটপ ভার্সন তৈরী করা যাতে এটি সর্বত্রই ব্যবহার করা যায়। আশা করি, এমাসেই কাজ শুরু করা হবে। তবে প্রথম কাজ হবে সবগুলি কিবোর্ডের অ্যানালাইসিস করা কারণ রোকেয়া লেআউট প্রোগ্রামে আমরা কাজ করছি একটি ব্যবহারবান্ধব ও সায়েন্টিফিক এবং ওপেন সোর্স লেআউট বের করে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে। অ্যানালাইসিস করে যেই রেজাল্ট আসবে লেআউট হিসেবে তাকেই বেছে নেয়া হবে, মানে যদি আমরা দেখতে পাই অভ্র স্টাইলে k এরপরে t লিখে ক্ত হয়ে যায় এমন ফর্মেশনের সংখ্যাই বেশী আমাদের ভাষায় তাহলে এটি অভ্রের মত করেই তৈরী করা হবে।

আমরা কাউকেই বলব না, আপনি এটা শিখুন কারণ এটি সেরা কিনা সে ব্যাপারে আমাদের কাছে প্রমাণ নেই। সেরাটা বের করতে হবে সিমুলেশন করে এবং আশা করি সেটাই দেখতে পারবেন এই লেআউটে ও সেটা টাইপ করার সফটওয়ারে আপাতত, লেআউটটি হাসিন ভাইয়ার ডেভেলপ করা ফোনেটিক লেআউটটার মত করে রাখা হল কারণ এই বর্তমান ফোনেটিক লেআউটটিতে অনেক বাগ/ভুল রয়েছে, সেগুলি অন্তঃতপক্ষে এড়ানো সম্ভব হবে রোকেয়া কিবোর্ড ব্যবহারে। ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.