দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। দেশের বর্ষসেরা ১৫ ফ্রিল্যান্সারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাঁদেরকে আজ বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে। আজ রাত ৮ টা থেকে বিশেষ এ অ্যাওয়ার্ড নাইট শুরু হবে। এতে শীর্ষ ফ্রিল্যান্সার ছাড়াও ডিজিটাল চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা পুরস্কার ও স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড দেয়া হবে।
পুরস্কৃত করা হবে কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ এবং আবিষ্কারের খোঁজে এর বিজয়ীদেরও।
ইতিমধ্যে বিজয়ী ফ্রিল্যান্সারদের নাম ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন খালেদ বিন এ কাদের, সাজ্জাদ হোসাইন অলি, মারজান আহমেদ এবং আহমেদ সাজিদ। ব্যক্তিগত ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মুহাম্মদ শোয়েব, মোহ্ইামেনুজ্জামান, সাঈদ ইসলাম, খালেদ মোঃ শাহরিয়ায়, আনোয়ারুল ইসলাম, এনামুল হক ও আশিকুর রহমান এবং কোম্পানি ক্যাটাগরিতে দ্যা আরএস সফটওয়্যার, এনকোডল্যাবস ইনস, তানভীর আইটি সলিউশন্স এবং জোবাদনেট।
বেসিস সংশ্লিষ্টরা জানিয়েছে, ফ্রিল্যান্সিং-এর প্রতি তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করতে বিগত বছর থেকে বেসিস প্রচলন করেছে ‘বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম।
এবার সহস্রাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
এদিকে আজ মেলার চতুর্থ দিনেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ দর্শনার্থীদের মধ্যে। অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি টেকনিক্যাল সেশন এবং সেমিনার।
লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।