এর আগে ২০০৯ ও ২০১১ সালেও বর্ষসেরা হয়েছিলেন তিনি।
‘গোল ৫০’ এর তালিকায় দ্বিতীয় হয়েছেন গত মৌসুমে জার্মানির দল বায়ার্ন মিউনিখের হয়ে ‘ট্রেবল’ জয়ী ফরাসি ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরি।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছেন তৃতীয়। গতবছর এবং ২০০৮ সালে এই পুরস্কার জিতেছিলেন তিনি। আর ২০১০ সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ইন্টার মিলানের ডাচ তারকা ওয়েসলি স্নাইডার।
ফুটবলের খবর নিয়ে অন্যতম বড় ওয়েবসাইট গোল ডটকমের বিশ্বজুড়ে প্রায় ৫০০ সাংবাদিকের ভোটে সেরা ৫০ জন খেলোয়াড় মনোনীত করা হয়েছে।
গত মৌসুমে বার্সার হয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করতে ৪৬টি লিগ গোল করেন টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া মেসি। তাছাড়া টানা ১৯ ম্যাচে ও লিগের সব প্রতিপক্ষের বিপক্ষে টানা গোল করারও রেকর্ড করেন এই আর্জেন্টিনার এই তারকা।
এছাড়া ৪০ বছর আগে জার্ড মুলারের গড়া এক বছরে সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ড ভাঙ্গেন তিনি। ২০১২ সালে মেসি করেছিলেন ৯১ গোল।
ক্লাবের অনুশীলন মাঠে স্থানীয় বার্সেলোনায় গোল ডটকমের প্রতিনিধি পিলার সুয়ারেজের কাছ থেকে পুরস্কার নেন মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে তৃতীয়বারের মতো এই সম্মান পেয়ে দারুণ খুশি মেসি।
“দলের হয়ে শিরোপা জিততে খেলোয়াড় হিসেবে সারাবছর আমরা পরিশ্রম করি। ব্যাক্তিগত প্রাপ্তির দিকে কখনো আমরা লক্ষ্য স্থির করি না। তবে তা পেলে আমরা অনুপ্রাণিত হই।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।