আমাদের কথা খুঁজে নিন

   

এবারের বইমেলা আমারে ভিক্ষার ঝুলি ধরায়া দিলো রে.....

সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ বইমেলা আসলেই মাথায় কি জানি কি উঠে। জানিনা কেন এমন হয়। বই কিনে দেউলিয়া হয়ে আজ আমি নিঃস্ব, সহায় সম্বলহীন আমার বই কিনার ফর্দঃ ১ম দিন: সিকান্দার আবু জাফর রচনা সমগ্র-১ সিকান্দার আবু জাফর রচনা সমগ্র-২ সিকান্দার আবু জাফর রচনা সমগ্র-৩ মাইকেল মধুসূদন দত্ত-ইংরেজী গদ্যরচনা ও স্মৃতিকথা-মোবাশ্বের আলী ইউরিডাইস-জ্যাঁ আঁনুই মাইন ক্যাম্প-হিটলার ভাই রাজনৈতিক চেতনা-বাংলাদেশের কবিতা-বাংলা একাডেমী মেঘের উপর বাড়ি-জনাব হুমায়ুন আহমেদ কতো নদী সরোবর-হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলী-হুমায়ুন আজাদ ২য় দিন: অপর বাস্তব-৬- সম্পাদকঃ শারমীন রেজোয়ানা প্রেম ও ভালবাসার কবিতা-আল মাহমুদ আবৃত্তির ৩৫০ কবিতা- সম্পাদনায় অনুপম ৩য় দিন: জুলভার্ণ সমগ্র-সালমা বুক ডিপো যখন নামিবে আঁধার-জনাব হুমায়ুন আহমেদ বরফ গলা নদী-জহির রায়হান আরেক ফাল্গুন-জহির রায়হান সী উলফ-জ্যাক লন্ডন জ্যাঁক এ্যারো-রবার্ট প্রাইড এন্ড প্রিজুডিস-জেন অস্টেন শী/রিটার্ণ অব শী-হেনরি হ্যাগার্ড মৌন মুখর বেলায়-রেজোয়ান তানিম ৪র্থ দিন: মানিক বন্ধোপাধ্যায় উপন্যাস সমগ্র বিভূতিভূষন উপন্যাস সমগ্র শেষ বিকেলের মেয়ে-জহির রায়হান কে কথা কয়-জনাব হুমায়ুন আহমেদ কাব্য আমপাড়া- কাজী নজরুল ইসলাম লেটার অব নজরুল-সংকলন গান্ধিজীর অপকর্ম-লেখকের নাম মনে নাই আরেকদিন যাওয়ার ইচ্ছে আছে। যদি প্রপার স্কোপ তৈরী করতে পারি। আর কেউ কোন বই কিনে যদি আমাকে গিফট করতে চান তাহলে অতি সত্ত্বর যোগাযোগ করুন। মন প্রাণ উজার করা দোয়া পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.