আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
গত দুই ঈদের মতো এবারও বিদেশে ঈদ উৎযাপন করতে হচ্ছে। হিসেব মতো সোমবারে ঈদ হওয়ার কথা। ভালই হয়েছে, আমার বস পাকিস্তানী। সেজন্য ঈদ উপলক্ষে সোমবার ছুটি পাচ্ছি, আবার রবিবারটাও উইকএন্ড।
গত ঈদগুলোতে বিশেষ কিছু করা হয় নাই। প্রথম ঈদটাও এক বড় ভাইয়ের বাসায় সারাদিন অলস ভঙ্গিতে কাটিয়ে ছিলাম আর পরেরটা নিজের বাসায়। দেখি এবার কি করা যায়?
ঈদ উপলক্ষে নামাজটা পড়া হয় এই যা, তা না হলে অন্য দিনগুলোর সাথে ঈদের দিনের তফাৎ খুঁজে পাই না। বিকেলের দিকে ব্রিকলেনের দিকে যাবো, যদি একটু ঈদের রেশ মেলে।
আব্বা, আম্মা, ভাই, বোন - সবাই আজ দেশের বাড়িতে যাচ্ছে ঈদ করতে।
গতকালও ফোনে কথা হয়েছে। ইচ্ছা করেই ঈদের কথা কম তুলি- কথা তুললেই মায়ের গলা কাঁদো কাঁেদা হয়ে যায়। বলে এবারও ঈদ বাইরে করবি। সেমাই, পায়েস রান্না করে খাস ..... ।
পারিবারিক বন্ধনটা এখানে আসার আগে কখনই টের পাইনা।
এখানে পাই, চিন্তা করলে দূর্বল হয়ে পড়ি। গলা ভারী হয়ে আসে। সব চিন্তাগুলো দূরে রেখে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি।
[রং=#880000][সাইজ=3] সবাইকে ঈদের একরাশ শুভেচ্ছা। প্রত্যেকের প্রতিদিন ঈদের মতো আনন্দময় এই কামনা করছি।
ধন্যবাদ। [/সাইজ][/রং]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।