হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই
(সতর্কীকরণ: এই পোস্টে আশরাফূলবিরোধী কোনো কথা বলা যাবে না)
জিততে পারতাম, কিন্তু ইচ্ছে করেই জিতলাম না। জিততে জিততে হারতে পারি কিনা, সেটা টেস্ট করার জন্যই গত দুইটা ম্যাচ হারলাম। একটাতে রেমন্ড প্রাইসকে, আর আরেকটাতে মুরালিকে নায়ক বানিয়ে দিলাম।
এর আগে একইভাবে ইনজামাম উল হককে একটি টেস্টের নায়ক বানিয়েছিলাম।
বলে রাখি, আমরা দ্রুত উন্নতি করছি।
প্রতি ম্যাচেই উন্নতি। লাফিয়ে লাফিয়ে উন্নতি। ব্যাটিঙে উন্নতি, বোলিঙে উন্নতি, (মেয়েদের সাথে) ফিল্ডিঙে উন্নতি, ইংরেজিতে উন্নতি- সব জায়গায় উন্নতির বন্যা বয়ে যাচ্ছে। এতো বন্যা দেখে জেমি সিডন্স হতবাক! দেশবাসীর কথা না কই- এরা বালছাল এসব ক্রিকেট বুঝে কিনা, এইটা নিয়া আমার সন্দেহ আছে।
কিন্তু ভবিষ্যতে কিন্তু আর দয়া করবো না।
এবারেই শেষ। জাস্ট দেখিয়ে দিলাম- বাংলাদেশকে নিয়ে আর মশকরা করা চলবে না। আমরা চাইলেই না জিততে পারি, কিংবা হারতে পারি।
আশরাফূল
১৯.০১.২০০৯
রাত ১০টা
(বি.দ্র. লেখাটি আশরাফূলের না লেখা ডায়েরি থেকে নেয়া। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।