১লা জুন থেকে শুরু হওয়া বৃক্ষমেলাতে এখন পর্যন্ত ২ বার গেছি, আয়োজন একই রকম, মানে আগেরবারগুলোর মতোই, গাছ আছে, চারা আছে, আছে সার,টব,ওষুধ প্রভৃতি। দেশী-বিদেশী ফুল-ফল গাছের ভালো সংগ্রহ সেখানে, যারা ছাদে-বারান্দাতে টবে গাছ লাগাতে চান তারা ঘুরে আসুন, হরেক রকম ফলের কলম আছে তাতে ফল ধরে আছে থোকায় থোকায়। বনসাই আছে মোটামুটি তবে মনে হলো অর্কিড তেমন নজরকাড়া নয়।
আমি আমার প্রয়োজনীয় সব গাছ পাই নাই, ভেবেছিলাম এ মেলা থেকে আমার সংগ্রহ সমৃদ্ধ হবে, হলো না। তবে মেলা চলছে, আবার যাবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।