আমাদের কথা খুঁজে নিন

   

এবারের ব্রাজিল দল



এবারের ব্রাজিল দলটি নিয়ে কেন জানি খুব আশাবাদী হতে পারছি না। আমি ব্রাজিল এর অতি বড় সমর্থকদের একজন। সেই আমিও ব্রাজিল এবার বিশ্বকাপ জিতে নেবে---এতোটা আশা করতে পারছি না। আপনি ব্রাজিল এর ফরোয়ার্ড লাইনটা দেখেন। রবিনহো আর ফাবিয়ানো ওকে---গুড গোইং প্লেয়ার।

কিন্তু আহামরি কিছু না। অথচ ২০০২ এর বিশ্বকাপজয়ী দলটির দিকে একটু তাকিয়ে দেখুন। সেই দলে ছিলেন তিন সুপার্ব ফরোয়ার্ড---রোনাল্ডো,রিভাল্ডো এবং রোনাল্ডিনহো। মিডফিল্ডে মোটামুটি যাচ্ছেতাই অবস্থা। এক কাকা আর কতোটুকু সামলাবে?গিলবার্তো সিলভা আছে,কিন্তু সেও তো বয়সের ভারে ন্যূব্জ।

উল্লেখ করার মত আর কোন প্লেয়ার খুঁজে পাচ্ছি না। ভরসা বলতে ওই ডিফেন্স টা। আমার দ্‌‌ষ্টিতে,এই মুহুর্তে বিশ্বের সেরা ডিফেন্স এই দলটির। লুসিও,মাইচন,আলভেস---এক একজন বাঘা বাঘা ডিফেন্ডার। এদের অতিমানবীয় ডিফেন্সের কারনেই ইন্টার এর পক্ষে সম্ভব বার্সা কে হারানো সম্ভব হয়েছিলো।

সত্যি বলতে কি,(আর্জেন্টাইন সমর্থকরা হয়তো রাগ করবেন),মেসি ওদের কাছে পাত্তাই পায় নি একদম। আর গোলকীপার জুলিয়াস সীজারের কথা নাই বা বললাম। সব মিলিয়ে,ব্রাজিল এর কাছে আমরা যে শৈল্পিক ফুটবলটা প্রত্যাশা করি---তা এবার পাব কিনা তা নিয়ে একটু সন্দেহ থেকে যায় বৈকি। এনিওয়ে,আশা করতে দোষ কি? হ্যাপি ফুটবলিং...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.