বছর বিশেক আগে আমার বয়স ছিল বিশ
সেই থেকে ঢাকা থাকা সেই থেকেই হা পিত্তিশ
দিনে দিনে বিশটি বছর হয়ে গেল পার
তবুও আমি এ ঢাকাতে ঈদ করিনি একবার
প্রতি ঈদে ছুটে গেছি আমার শ্যামল গায়ে
যেখানেতে বাস করে আমার বাবা-মায়ে
ভাই-বোন নিকট জন মিলে মিশে ঈদ
ঈদ মানেই এটা ছিল নিত্যনৈমিত্তিক
কেবল এবার পড়ল ছেদ-
আমার ৫ বছরের আভা (কন্যা) আর ২৮ পারের বউ (স্ত্রী)
এদের নিয়েই কাটলো ঈদ, আর ছিল না কেউ
কন্যাসহ টিভি দেখা একা একা বই
কোথায় যেন কি নেই আমার হারিয়ে গেছে কই
টিভি পর্দায় গ্রামীণ ফোনের কাছে থাকার এ্যাড
বারবার আমার চোখ জ্বলেছে আর ভিজেছে প্যাড
কন্যা আমায় প্রশ্ন করে, বাবা কেন কাঁদো?
আমি বলি নারে বাবা কোথায় কাঁদি - -----
আমার চোখ দিয়ে আরো বেশিকরে পানি গড়িয়ে পড়ে, আমার মেয়েও আমার গলা ধরে কেঁদে দেয়, আমিও আমার মেয়ের গলাকে আমার মা'র গলা মনে করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাদতে থাকি আমার স্ত্রী এগিয়ে আসে, সেও কাঁদে এমন করে এক সময় আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়।
আমার স্ত্রীর অসুস্থতার কারনে এবার ঈদে বাড়ি যেতে পারিনি, আগামী ঈদে যেন বাবা-মা'র সাথে ঈদ করতে পারি এই আমার সেরা চাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।