আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক ব্যান্ড

একি আজব কারখানা........... ফাটাফাটিস্টিক একটা ভিডিয় শেয়ার করি আপনাদের সাথে, তার আগে অবশ্য একটু ভুমিকা দিয়ে নেই। যারা বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের ফ্যান, তারা মেকানিক্সের কথা নিশ্চই মনে রেখেছেন। সবেচেয়ে ভালো মনে থাকার কথা ঢাকা কলেজ হতে যারা ২০০৪-০৬ এর মাঝে এইচএসসি দিয়েছিলেন। নিশ্চই মনে আছে ব্যান্ডের ভোকাল ত্রিদিব এর কথা। তখন অবশ্য তাদের ব্যান্ডের নাম ছিলো এনেক্স।

আমাদের র‍্যাগ ডে তে কত মজা করেছিলাম একসাথে। যাই হোক, পুরানো স্মৃতিচারন বাদ দিয়ে আসল কথায় আসি। হটাত করেই ইউ টিউবে চোখে পড়লো মেকানিক্সের একটি মিউজিক ভিডিও। যেমন চমৎকার গান, তেমনি চমৎকার ভিডিওর মেকিং। অসাধারন সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন, মানানসয়ি এফেক্ট, এডিটিং এবং অবশ্যই ডিরেকশন।

মিউজিক ভিডিয় তৈরিতে এখন ভালো টাকা ব্যয় করা হচ্ছে, এটা বেশ পজেটিভ লেগেছে আমার কাছে। আগে দেখে আসি মিউজিক ভিডিও টি চলুন। "ডগ ডে ফিল্মে" এর ইলাজার ইসলামের ডিরেকশনে এবং অদিতী মাহমুদের সিনেমাটোগ্রাফি। একটু টেকনিকাল বা মেকারস পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করুন। স্টারটিং, ফিনিশিং, যেভাবে শট নেয়া হয়েছে সবি দারুন লেগেছে আমার কাছে।

থিম টাও বেশ ভিন্নধর্মী। স্টোরি টেলিং অনেক ক্রিয়েটিভ। মাঝখানের ইন্টাকাট গুলা খেয়াল করুন, দারুন সিম্বলিক কিন্ত। কাসটিং এর মেয়ে তিন্টার নাম মিশা, মায়িসা আর চৈতি। যাই হোক, যেটা বলতে চাচ্ছি , তা হচ্ছে- বাংলাদেশে এখন অনেক ভালো মানের ভিডিয় প্রোডাকশন হচ্ছে।

তৈরি হচ্ছে চমৎকার সব এড, মিউজিক ভিডিয়, শর্টফিল্ম, টেলিফিল্ম আর ডকুমেন্টারি...ফুল লেন্থ ফিল্ম এর ও খুব বেশি দেরি নাই। এই সব ছেলে পেলেরা যখন মাঠে নামবে তখন কাপিয়ে দিবে ফিল্ম ইন্ডাসট্রি, এফডিসির বুড়া ফান্ডামেন্টালিস্ট গুলার সরে যাওয়ার টাইম হয়ে এসেছে। এগিয়ে যাও ভাই ব্রাদার, সাথে আছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।