আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক



জানালার পাশে বসা আমার সবসময়কার অভ্যাস, সেদিনও বসেছিলাম। হঠাৎ শাহাবাগের মোড়ে, সেই পুরোনো ঝিলিক দেখলাম। তুমি সেই পুরোনো ফুরফুরে চোখে, চঞ্চলতায় তোমার বন্ধুদের মাঝে দ্বীপ্তি ছড়াচ্ছো। তোমার হাতে অনেকগুলো রঙ্গিন ফুলও ছিলো; জানিনা ওগুলো কার আবেগের ডাক-হরকরা। তখন, আমার পাঠ্য বইয়ের মাঝ থেকে কিছু শুকনো ফুল বের করে আমি দেখছিলাম। তুমি কি অতদূর থেকে তা দেখছিলে? কিভাবে দেখবে, ওগুলো যখন অনেক সজীবতায় উপস্থাপন করেছিলাম, তোমার সামনে; তখনই তা তোমার চোখ এড়িয়েছিলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।