গান গাই, আর মনরে বুঝাই ১০ বছর আগের কথা. ক্লাস টেনে পরি তখন. স্কুল থেকে একটা কেম্পিং এ গিয়েছিলাম. দেশের বিভিন্ন জায়গার স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও এসেছে মানুষজন. সে কেম্পিং এর শেষের দিন আমরা কয়েকজন গলা ছেড়ে শুরু করি একটি গান, সাথে বাদ্যযন্ত্র বলতে স্টিলের থালা-বাসন, গ্লাস আর চামচ. কিছুক্ষণের মধ্যেই আসে পাশে একটা জটলা তৈরী হয়ে গেল এবং সময়ের সাথে সাথে তার পরিধিও বেড়েই চলল. একটু পর খেয়াল করলাম এই জটলার মধ্যে কয়েকজন শিক্ষকের হাসজ্জল মুখ ও দেখা যাচ্ছে. তারা থালা-বাসন না পেয়ে হাত দিয়েই উত্সাহ দিচ্ছেন. সেটা দেখে পূর্বের ৭ দিনে তাদের যত বকা-ঝকা আর পানিশমেন্ট খেয়েছি, সব নিমিষেই ভুলে গেলাম. দেখতে দেখতে আসর জমে গেলো...গায়ক বদলায়, গান বদলায়, কিন্তু সবার সেই থালা-বাসন একই তালে বেজে যায়... . . . সেই স্মৃতি গুলো মনে করে আজ কেমন যেন নস্টালজিক হয়ে যাচ্ছি. আপনাদের সাথে শেয়ার করি গানটা. সেসময় ভালই জনপ্রিয় ছিল.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।