আমাদের কথা খুঁজে নিন

   

'নস্টালজিক'

এই সেই পথ...সেই গলির মোড়...যেন চোখের সামনে ভেসে উঠে...এইতো সেদিন এখানে দাড়িয়ে কত মজা করেছি,কতো আড্ডা !!...কোথায় সবাই আজ?... আবেগ গুলো কেমন জানি শুকিয়ে গেছে...বাস্তবতা হয়তো সবাই কে আলাদা করে দিয়েছে... ছোট বেলার সেই পুতুল বিয়ে,চড়ুইভাতি,টিনের চালে তাবু করে থাকা...আর বৃষ্টি এলে ফুটবল খেলা... পেয়ারা আর আম চুরি কিংবা রাতে বিদ্যুৎ গেলে বাবা কে ফাঁকি দিয়ে এক সাথে মাঠে জড়ো হয়ে লুকোচুরি খেলা...সেই পূর্ণিমা রাতগুলো !...এখনকার প্রজন্ম হয়তো এগুলো জানেই না !!...যা আমরা পেয়েছিলাম...অনেক দিন পর কেন জানি খুব লিখতে ইচ্ছে করলো এসব স্মৃতি নিয়ে ?...পুরনো এমন অনেক কিছুই ফিরে পাওয়ার আনন্দটাই অন্য রকম...তাই সুযোগ পেলেই ভাবি শত কাজের ফাকে হলেও...স্মৃতিগুলো অনেক বেশি যন্ত্রণা দেয়...মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়...তখন চেয়ে দেখি এক টুকরো জোছনা আমার টিনের চালের ফুটো দিয়ে শরীরে পড়ে আছে...আর তাই হয়তো মাঝে মাঝে টিনের চালের বৃষ্টির শব্দ আমাকে অনেক বেশি পাগল করে ফেলে...তখন ফিরে পেতে ইচ্ছে করে দুরন্ত শৈশব...ইচ্ছে করে বিবর্ণ সম্পর্কগুলো আর অভিমান ঝেড়ে ফেলে ফিরে যাই কাছের মানুষ গুলোর কাছে...ইচ্ছে করে চিৎকার করে বলি...বন্ধু তোরা কই?...আয় ফিরে আয়...ফিরে চল আবার আড্ডায় !!...জানি সম্ভব না...হয়তো জীবনটাই এমন...অতীত হাতরেই আমাদের বাঁচতে হয়...কষ্টের নদীতে মাঝ পথে এসে আমরা ডুবে যাই অনেকে... নিখোঁজ হই.....হারিয়ে যাই চিরতরে...আর ভুলে থাকার অভিনয়ে মেতে উঠি সর্বদা...কিন্তু অতীত স্মৃতিগুলো থেকেই যায় মনের গহীনে...হয়তো নস্টালজিয়ায় পুড়াতে পুড়াতে আমাদের নস্টালজিক করার উৎসব করার জন্য প্রতিনিয়ত!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।