এক বাংলাদেশি তরুণের ওপর অমানুষিক নির্যাতনের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র আট জওয়ানকে সামরিক আদালতে বিচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসএফ'র মহাপরিচালক ইউ.কে বনসাল বলেছেন, প্রাথমিকভাবে ওই আট জওয়ান দোষী সাব্যস্ত হয়েছে। এ মাসের গোড়ার দিকে গঠিত একটি তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে বলে তিনি জানিয়েছেন। সামরিক আদালতে বিচারের সময় অভিযুক্তরা আইনী সহায়তা পাবে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। এ সম্পর্কে বিএসএফ'র মহাপরিচালক এস.কে বনসাল আজ (শুক্রবার) নয়াদিল্লিতে বলেছেন, "(বাংলাদেশি তরুণকে নির্যাতনের ব্যাপারে) তদন্ত শেষ হয়েছে। বিএসএফ'র আইন অনুযায়ী আমরা সামরিক আদালতে অভিযুক্তদের বিচারের নির্দেশ দিয়েছি। সামরিক আদালতে বিচারের পর প্রিসাইডিং অফিসার সাজা ঘোষণা করবেন"। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।