আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনার জন্য নয়-কৌতুহল আসল রহস্যের

গত দুদিনে বহুবার একটি বক্তব্য চোখে পড়েছে, সামুতেও অনেক লেখালেখি ইতোমধ্যে হয়েছে এখনও হয়তো হচ্ছে বা অনেকের মধ্যে হয়তো বিষয়টি ঘুরপাক খাচ্ছে। বিষয়টি নিয়ে আমার ভেতরেও একটু খটকার পেরেক বিধছে। ধুত ছাই আসল বিষয়টিই তো এখনও বলা হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে যে মহা উদার একটি আহবান জানিয়ে দেশবাসীসহ বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন সেটি হচ্ছে- ইইউ প্রতিনিধি দলের কাছে তিনি প্রস্তাব করেছেন- বাংলাদেশের অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. ইউনুসকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট করার আহবান জানিয়েছেন। এবং এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন এবং এটি করা হলে তা হবে একটি নজির এসব কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রথমে বলে রাখি যদি এই আহবানটি আন্তরিক ও সত্য হয়ে থাকে তাহলে বলতে হবে আমরা যথার্থই যোগ্য এবং উদার একজন প্রধানমন্ত্রী পেয়েছি- যার কাছে দেশের মানুষের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন থাকবে। কিন্তু এবার পূর্বাপর কিছু ঘটনা একটু তুলে ধরতে চাই। শেখ হাসিনা এই ড. ইউনুসকে রক্তচোষা বলে আখ্যায়িত করেছিলেন। তার সাথে যে সাপে নেউলে বা দা কুমড়া সম্পর্ক এটা বোধহয় দেশের মানুষকে নতুন করে লিখে জানানোর দরকার নেই । কারণ বিষয়টি সবার কাছে তেতো হয়ে গেছে কচলাতে কচলাতে।

তো এত কিছুর পর বাহ্যত বা বস্তুত একটি মহা শক্রুকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট করার প্রস্তাব কি সন্দেহের চোখে দেখার বিষয় নয়। তাছাড়া তিনি অর্থনীতিতে নোবেল বিজয়ী তিনি বাংলাদেশের গর্ব, তাকে কোন অনুষ্ঠানে ডাকা হয় না অথচ বাংলা একাডেমীর বইমেলার উদ্ভোধন করালেন ভারতের অর্থনীতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে পাশে বসিয়ে। এটি কিসের লক্ষণ ইউনুসকে ভালোবাসার লক্ষণ ! এরপর তিনি প্রস্তাব করলেন। একে কি একই অঙ্গে কত রং বলা যাবে। নাকি বিশ্বের ইউনুসের সম্মানে রাগে ক্ষোভে বলতে বাধ্য হয়েছেন- আপনাদের যখন ইউনুসকে এতই পছন্দ তখন তাকে বিশ্ব ব্যাঙ্কের প্রধান বানিয়ে দেন।

তাছাড়া আরো একটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটি হচ্ছে সত্যি সত্যি যদি কখনও ড. ইউনুস বিশ্বব্যাঙ্কের প্রধান হয়ে যান তখন তিনি উচু গলায় বলতে পারবেন আমিই তো প্রস্তাব দিয়েছিলাম। তার দলের লোকজন হয়তো বলবেন এটি আমাদের নেত্রীর স্বপ্ন । এমনটি নয়তো ! তবে এসব না হয়ে যদি সত্যিই তিনি ড. ইউনসুকে সম্মান দেখিয়ে তাকে বিশ্বব্যাঙ্কের প্রধান বানানোর আহবান জানিয়ে থাকেন সেটাতেই আমরা খুশী হবো এই ভেবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো উদার এবং দেশপ্রেমিক প্রধানমন্ত্রী খুব কম হয় । আর ভাবতেই চাই সেটাই যেন সত্য হয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.