আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনার কাঠগড়ায় ফেসবুক

সারা দেশে চলছে দিন বদলের স্লোগান দিন কি আসলে বদল হচ্ছে

সম্প্রতি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কাছে ফেসবুক ব্যবহারকারীদের ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য দেবার সিদ্ধান্তে সমালোচনা মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিতও করেছে এই সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট। খবর বিবিসি অনলাইন-এর। এদিকে ফেসবুকের এহেন পরিস্থিতিতে একটি শীর্ষস্থানীয় ইন্টারনেট নিরাপত্তা ফার্ম জানিয়েছে, ফেসবুকের উচিৎ অ্যাপলের অ্যাপ্লিকেশন সিকিউরিটির মতো পদ্ধতি অনুসরণ করে ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার করা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে ইন্টারনেট নিরাপত্তা ফার্ম সফোস।

সফোস-এর নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, ফেসবুকের ৫০ কোটি ব্যবহারকারীর জন্য মনিটর করা হয় না এমন কয়েকটি অ্যাপ্লিকেশন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ফেসবুক কর্তৃপক্ষের উচিৎ অ্যাপলের অ্যাপ স্টোরে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় ফেসবুকেও তেমন কোনো পদ্ধতি অনুসরণ করা। অন্যদিকে, সফোস-এর এই বিশ্লেষণ এর পুরো বিপরীত কথাই জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ফেসবুকের নিবেদিত কর্মীরা থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ভালোভাবেই রিভিউ করে। আর ঝুঁকি বুঝে ব্যবস্থাও নেয়া হয়।

ফেসবুক থেকে এমন মন্তব্য পাবার পর সফোস জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট হিসেবে সাইবার অপরাধীদের এখন প্রধান লক্ষ্য থাকবে ফেসবুকের দিকেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.