আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনার মুখে অ্যাপল

বাজার গবেষকরা জানিয়েছেন, বেশি দামের কারণে অ্যাপল এশিয়ার বাজারে আধিপত্য সৃষ্টির সুযোগ হারাচ্ছে। কিন্তু এশিয়ার মোবাইল ফোন বাজারে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবং চীনের হুয়াউয়েই অ্যাপলের তুলনায় নিজেদের অনেকটাই প্রতিষ্ঠিত করে ফেলেছে।
অ্যাপলের ‘সস্তা’ আইফোন ৫সির মূল্য চীনের বাজারে ধরা হয়েছে ৭৩০ ডলার। কিন্তু অধিকাংশ চীনার গড় মাসিক আয় এর কম। বর্তমানে চীনের মোবাইল ফোনের বাজারে সবচেয়ে সস্তা স্মার্টফোন হচ্ছে সিয়াওমি, যার মূল্য প্রায় একশ’ ডলার।
এমনকি অ্যাপলের আইফোন ৫এস নিয়েও হতাশা প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট। তাদের ধারণা, প্রতিষ্ঠানটির সৃজনশীল দিন এখন শেষের দিকে। আইফোন ৫এস-এ নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কিন্তু গবেষকদের মতে, স্মার্টফোন বাজারে জেতার জন্য শুধু এটুকুই যথেষ্ট নয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.