নারীদের নিরাপত্তা ও ধর্মভীরুতা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বিজেপি নেত্রী ও ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমামালিনি। গতকাল বুধবার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মেয়েদের কোথাও একা যাওয়া উচিত নয়। সবকিছু হাল্কা ভাবে নিয়ে মেয়েরা যখন যেখানে খুশি চলে যেও না। তাতে যা কিছু ঘটতে পারে। তোমায় কেউ আটকেও রাখতে পারে।
হেমা মালিনি আরও বলেন, মেয়েদের সব ধরনের ধর্মীয় গোঁড়ামী থেকে বের হয়ে আসতে হবে। আমরা দ্রৌপদীর মত ধর্মভীরু নই বা পবিত্র নই যে তিনি আমাদের সব সময় রক্ষা করবেন।
বলিউডের এই ড্রিমগার্লের বক্তব্যের পরপরই নড়েচড়ে উঠেছেন বোদ্ধারা। তাদের মতে, হেমার মতো একজন প্রগতিশীল অভিনেত্রীর কাছে এরকম বক্তব্য আশা করা যায় না।
তার নিজেরও দুটি মেয়ে রয়েছে।
এমনকি নিজ দল বিজেপির নেতা-নেত্রীরাও তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।