সমালোচনা করতে আমাদের জুড়ি নেই। গঠনমূলক সমালোচনা বরাবরই আকর্ষনীয়। ঝামেলা বাধে যখন কেউ না জেনে অথবা অল্প জেনে সমালোচনা করে। স্রেফ গল্প জমানোর জন্য অথবা কথার পীঠে কথা বলার উদ্দেশেও অনেকে সমালোচনা করে। একবার ভাবুন আড্ডায় একজন বন্ধু আপনারই কোন একটা বিষয়ে এমন একটা মন্তব্য করল যা শুনে আপনার মনে হল "ও ব্যাপার টা ধরতে না পেরেই কথা বলল।
"
অর্ধেক শুনে কেউ যদি কারও ব্যাক্তিত্ব নিয়ে সমালোচনা করে তাহলে তার নিজের ব্যাক্তিত্বই প্রশ্নের মুখে পরে। হ্যা, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে, তবে কি সমালোচনা না করাটাই বুদ্ধিমানের? না, অবশ্যই না। প্রথমে আপনি একবার চিন্তা করুন আপনি বিষয়বস্তুটি আসলেই ধরতে পেরেছেন কিনা..তারপর চিন্তা করুন সমালোচনাটি বিষয় সংলগ্ন কিনা।
এমন কোন বিষয়ে অথবা এমন কারো সম্পর্কে সমালোচনা করবেন না যার সম্পর্কে আপনি জানেন না। আপনার সুন্দর ব্যাক্তিত্ব আপনার সুন্দর সমালোচনার মাধ্যমে প্রকাশ পেতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।