এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এই প্রযুক্তিটি নৈতিক ও সমাজিকভাবে অনুচিত এবং এর অপব্যবহার হতে পারে বলে ধারণা সমালোচকদের।
জেনমিক অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেইটস ইনহেরিটর ক্যালকুলেটর পরবর্তী প্রজন্মে কোনো প্রকার রোগের আশঙ্কা আছে কি না তা আগেই জানিয়ে দিতে পারে। এমনকি তাদের উচ্চতা, ওজন, চোখের রং ও ব্যক্তিত্বের বিষয়ে ধারণাও দিতে পারবে।
কিন্তু প্রযুক্তিটির অপব্যবহারের ব্যাপারে উদ্বিগ্ন সমালোচকরা। জেনেটিক অ্যান্ড সোসাইটি সেন্টারের নির্বাহী পরিচালক মার্কি ড্যারনোভস্কি বলেন, “২৩আ্যান্ডমি চরম দায়িত্বহীনতার পরিচয় দেবে, যদি তারা এ ধরনের পণ্য বা সেবা প্রদান করে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।