আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গান!

হেই সামালো ধান হে সামালো উত্থান হে- রক্ত দেবো, তাও দেবোনা- শাহবাগের গান হে! প্রজন্ম শ্লোগান হে! হোক রে ভাই বারো দিন- সৃষ্টি নাচি, ধিন তা ধিন একযোগে বোন বুঝে গেলাম জনগণের কাছের ঋন! নিরন্তরের এ সংগ্রাম- শাহবাগের অপর নাম আপোষকামী গর্তে পালাক সুবিধাবাদী? দাও গদাম! রাজাকারদের দাও গদাম! জামাতপোষক? দাও গদাম! ভোলাও জামাত বাপের নাম! শাহবাগ শুধু, কি ইমরান? শুধুই লাকির শ্লোগান? লক্ষ তরুন দক্ষ হাতে আঁধার ঠেলে করছে দান বাংলাদেশের সন্ধান! "মহান" নেতা, তফাত যাও- তাত্ত্বিক হে, তফাত যাও- রাজনৈতিক আবর্জনা, ষড়যন্ত্রী "থলের ম্যাও"- ব্যাক্তি, পার্টি, পূরোন পাপী, খাচ্ছ ফাও? তফাত যাও, তফাত যাও!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।