আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের আন্দোলন

জীবণটা অনেক কষ্টের আবার অনেক আনন্দেরও..সত্যিই অদ্ভুত! প্রথমত আমি একটি ব্যাপার পরিষ্কার করে নেই। আমি জামাত এর নীতি বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার। নিজেও শাহাবাগে গিয়ে আন্দোলনে ছিলাম। এবং সেই সাথে সাইদির শাস্তিতে সবাইকে মিষ্টির শুভেচ্ছা। কিন্তু একটি ব্যাপার দেখে আমার সত্যি খুব খারাপ লাগল।

ছোট ছোট বাচ্চাদের দিয়ে বলানো হচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই। আমার child psychology নিয়ে যতটুকু ধারনা আছে এতে করে বাচ্চাদের সুষ্ঠু মানবিক বিকাশ হয়না। আপনারা আমরা যারা ইংরেজি চলচিত্র দেখি তারা হয়ত দেখে থাকবেন বাচ্চাদের সামনে বাবা-মা কখনও খারাপ ভাষায় কথাও বলে না। তাই সবাইকে অনুরোধ করছি শিশু বাচ্চাদের কে শাহবাগে না নিয়ে যাওয়াটাই ভাল। চিন্তা করে দেখুন "শিবির ধর জবাই কর" অথবা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই" এই কথাগুলো তাদের মনে কেমন বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

আশা করি আপানারা সবাই আমার সাথে একমত হবেন। কেউ যদি পারেন দয়া করে বেপারটা যথাযথ বাক্তিবর্গের কাছে পৌঁছে দিবেন। সবশেষে আমি সবাইকে আহবান করবো শিবির এর হামলায় আমার আপনার কোন ভাই/বোন আহত হলে দয়া করে এগিয়ে আসবেন, কারন ভয়কে জয় করে মানুষের সাহায্যে এগিয়ে আশার মধ্যেই আছে মনুষ্যত্ব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।