শাহবাগ দিল ডাক ও স্বপ্ন তুই আমার সঙ্গে থাক শাহবাগ দিল চোখ গর্জে ওঠা দৃশ্যগুলো তোমার-আমার হোক ঝলসে ওঠা শব্দগুলো গণমানুষের হোক শাহবাগ দিল চোখ নির্বাক নয়, আগুনঝরা শ্লোগানে আমার ঝোঁক শাহবাগ হলো মাঠ গল্প-কবিতা-দিগন্তবোনা মগ্ন-ছবির হাট মানুষে মানুষে একাকার আজ সমস্ত তল্লাট শাহবাগ হলো গান শহীদ জননী তোমার জন্য জেগে আছে লাখো প্রাণ শাহবাগ হলো ইতিহাসের তারুণ্য-সাম্পান শাহবাগে জেগে আছি দিনরাতগুলো একাকার আজ আমরা স্বপ্নে বাঁচি শাহবাগে জেগে আছি বাংলাদেশ, আমরা তোমার বুকের কাছাকাছি .......................... কালের খেয়া/ সমকাল/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।