কালকে এই আপুটাকে সামনা সামনি দেখলাম। বজ্রকন্ঠে বারবার বলছে "কাদের মোল্লা" আর আমরা সমাবেত হাজার জনতা চিৎকার করে বলছি "তুই রাজাকার তুই রাজাকার" এই আপুটা তিনদিনে মাত্র দুই ঘন্টার জন্য এই আন্দোলনের বাইরে গিয়েছিলেন । এই আপুটাকে দেখে ওনার প্রতি আমার স্রধ্যা বেরে গিয়েছে। আমি এমনিতে নারী বিরোধী কিন্তু এই আপুটাকে কেনো যেনো আমার স্যালুট দিতে ইচ্ছে হচ্ছে। ওনার ব্যাপারে কিছু তথ্যঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী লাকীর গ্রামের বাড়ির ফেনী। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।