আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই শাহবাগের মঞ্চ এক নতুন আন্দোলনের সূচনা করলোমাত্র। এদেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এখনো প্রস্তত এটা তার একটা ঘোষণা। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে আর মুক্তিযুদ্ধে নিয়ে ঘৃণ্য রাজনীতি চালিয়ে যাচ্ছে তাদের সকলের কাছেই এটি একটি সতর্কবার্তা। যেদেশে বাচ্চু রাজাকারের ফাসি হয় কিন্তু, কাদের মোল্লার ফাসি হয় না সেদেশের শাসকগোষ্ঠীর সাথে যুদ্ধাপধরাধীদের আতাতের বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহের জন্ম দেয়। তরুণ প্রজন্ম এটি বুঝতে পেরেই তা প্রতিহতের জন্য রাজপথে নেমে এসেছে।
তারা যে শুধু তারাই নয়, সকল পেশা, শ্রেণী আর বয়সের মানুষ রাজপথে নেমে এসে তারই প্রমাণ দিলেন। আমরা ঘৃণিত রাজাকারদের সাথে নিয়ে যারা আন্দোলন করছে এবং যারা সাথে নেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে তাদের সকলকেই প্রতিহত করতে হবে। তাদের কোন গোপন ষড়যন্ত্রই সফল হতে দেয়া যাকব না। শাহবাগ থেকে যে শপথ দেশবাসী করেছে তার সফল বাস্তবায়নে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। চোখকান খোলা রাখতে হবে।
রাজনৈতিক বেশ্যাদের প্রতি সজাগ সতর্ক থাকতে হবে সবসময়। যে রািজনীতিক রাজাকারের বিচার চায় না, যে সাহিত্যিক যুদ্ধাপরাধীর বিচার নিয়ে প্রহসন লেখে, যে বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রতারণা করে, যে আমলা শহীদের আত্মার ডাক শুনতে পায় না-তাদের সকলকে বয়কট করতে হবে। শাহবাগ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।